মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি, বিডি ল নিউজঃ
ঢাকার ফকিরাপুলে পুলিশের ভ্যানে ধাক্কা দিয়ে ২ নারী পুলিশ সদস্য নিহতের ঘটনায় পালানোর সময় অভিযুক্ত ট্রাক চালক ৩ সহযোগীকে শিবচরে কাওরাকান্দির একটি ফেরি থেকে আটক করেছে পুলিশ। আটক চালক দুর্ঘটনার দায় স্বীকার করেছে । জানা যায়, রবিবার রাজধানীর ফকিরাপুলে পুলিশবাহী বাসে ট্রাকের ধাক্কায় মামুলী ও আকলিমা নামের দুই নারী পুলিশ সদস্য নিহত। দুর্ঘটনার পর ট্রাক চালক হাসিবুর রহমান শেখ আহতাবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেয়। ট্রাক চালক পা ও মাথায় আঘাত পেয়েছে। পরে ৩ সহযোগীকে নিয়ে মাইক্রোবাসে চড়ে রবিবার রাতেই পালানোর জন্য শিমুলিয়া ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ট রুহুল আমিনে চড়ে কাওড়াকান্দি ঘাটে রওনা হয়। ফেরিটি মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ভিড়লে রাত ১২ টার দিক শিবচর থানার ওসি আ. সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল চালক হাসিবুরসহ ৪ জনকে আটক করে। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের আটক করা হয়। চালককে পালানোতে সহায়তা করার অভিযোগে আ. রহিম সরদার, বাদল বেপারি ও শাহীন মৃধা নামের ৩ জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসিবুর বাগেরহাট জেলার মোল্যারহাট উপজেলার মোল্যারফুল গ্রামের আক্কাস আলীর ছেলে।
Discussion about this post