পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বহাল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ-মার্জিন অনুপাত ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নূন্যতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে আতিরিক্তমূল্যের কারণে পেঁয়াজের দামে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ হার সর্বোচ্চ সীমা ১১ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ নিদের্শনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত বছর পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার ১২ শতাংশ নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার প্রেক্ষিতে আমদানিকারকদের সুবিধার্থে ব্যাংক ঋণের সুদের হার এবং এলসি (ঋণপত্র) মার্জিন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে এক চিঠির মাধ্যমে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।




Discussion about this post