বিডি ল নিউজঃ আজ শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে ভাসানী ভবনে ক্যান্টনমেন্ট থানা মহিলা দল আয়োজিত কর্মী সস্মেলনে যোগ দিয়ে আগামী দিনে আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, ‘২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে কেউ মাঠে ছিল না। আমাদের অনেকেই আছেন বড় বড় কথা বলেন, খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে। নেত্রী পেছনে তাকিয়ে দেখে কেউ নেই।’
আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে হান্নান শাহ বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, আমাদের সবাইকে মাঠে নামতে হবে। যদি নামেন তাহলে উনি নিজেই মাঠে নামবেন। নেত্রী যথার্থই বলেছেন।’তিনি বলেন, ‘আগামী দিনে এমন কোনো পরিবেশ হলে আমরা নেত্রীর বাড়ির সামনে থাকব।’ মহিলা দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনরা বিগত দিনে আমার সুখে-দুঃখে ছিলেন, আন্দোলনে ছিলেন, ভবিষ্যতে আর কেউ না থাকলেও আমি আপনাদের পাশে থাকব।’
Discussion about this post