রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার পাইকপাড়ায় পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের দেওয়া তিনমাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
গত ২১ জানুয়ারি ওই বস্তি (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি) উচ্ছেদ কার্যক্রমে তিনমাসের নিষেধাজ্ঞা দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞার পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তি উচ্ছেদ ও বস্তির বাসিন্দাদের হয়রানি না করতেও নির্দেশ দেন হাইকোর্ট।
এ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ২৪ জানুয়ারি স্থগিতাদেশ না দিয়ে ৩১ জানুয়ারি শুনানির জন্য আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।
এদিকে ২১ জানুয়ারি ওই এলাকার নয়টি বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুপুর ১২টায় ওই এলাকায় গণপূর্ত মন্ত্রণালয় উচ্ছেদ অভিযান শুরু করলে এ সংঘর্ষ বাধে। পরদিন ২২ জানুয়ারি রহস্যজনক আগুনে পুড়ে যায় ৮ নম্বর বস্তির একাংশ।
আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মো. সামীউল আলম সরকার জানান, এ বস্তি উচ্ছেদের বিষয় নিয়ে ২০০৩ সালের ২৪ ডিসেম্বর আসক, কোয়ালিশন ফর আরবান পুওর এবং দু’জন বস্তিবাসী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ ডিসেম্বর আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
এর মধ্যে ২০০৬ সালের ১০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বস্তি উচ্ছেদে ডিএমপি’র কাছে পুলিশ চায়। এ উচ্ছেদ কার্যক্রম বন্ধের নির্দেশ চেয়ে বাদীপক্ষ ২০০৬ সালের ৬ জুন রিট আবেদন করেন।
পরের বছর হাইকোর্ট এ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আদেশ দেন।
প্রায় ছয় বছর কোনো কার্যক্রম হাতে না নিলেও গত ১০ জানুয়ারি মন্ত্রণালয় আবারও উচ্ছেদের জন্য পুলিশ চায় এবং ২১ জানুয়ারি পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে।
এ অবস্থায় বাদীপক্ষ ওইদিনই হাইকোর্টে আবেদন জানালে আদালত স্থগিতাদেশ দেন।




Discussion about this post