বিডি ল নিউজঃ
‘শার্লি এবদো’-র হত্যালীলার পর একদিনও কাটেনি, প্যারিসে ফের এলোপাথাড়ি গুলি চালিয়ে ২ পুলিশকর্মীকে হত্যা করল একদল বন্দুকবাজ।
বৃহস্পতিবার সকালে প্যারিসের দক্ষিণে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায় তিন বন্দুকবাজ।এই হত্যাকাণ্ডের খবর পেয়েই একটি জরুরি সরকারি বৈঠক থেকে তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। ‘শার্লি এবদো’-র মতো এদিনের হত্যাকাণ্ডেও হামলাকারীদের মুখে মুখোশ ছিল। ফলে কাউকেই চেনা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জন বন্দুকবাজ হঠাৎ গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পুলিশকর্মীর। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়। তবে ‘শার্লি এবদো’ হত্যাকাণ্ডের সঙ্গে এই হামলার কোনো যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, বুধবারই প্যারিসের ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদো-র অফিসে হামলা চালায় তিন জঙ্গি। ওই হত্যালীলায় মৃত্যু হয় ৯ সাংবাদিক, পুলিশ-সহ মোট ১২ জন।
Discussion about this post