ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক সচিবের সিল এবং সই জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় লালমনিরহাটের বাসিন্দা করিম মিয়াকে জামিন না দিয়ে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে রমনা থানায় পাঠিয়ে দেয় পুলিশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সই এবং সিল জালিয়াতি করে ট্রাকে বোঝাই বাঁশ নিয়ে রাজধানী ঢাকাতে আসছিল। তখন পুলিশ তাকে আটকালে তিনি বলেন, এই বাঁশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। এরপর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সিলটি জাল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনির ঘণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post