‘ন্যায় বিচার চাই’- কাগজে একথা লিখে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের সামনে দাঁড়িয়ে আছেন এক যুবক। আজ রোববার সকাল ৯টা থেকে গণভবনের প্রধান ফটকের উত্তর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই যুবককে। গায়ে সাদা রঙের শার্ট, কালো প্যান্ট ও পায়ে চটি; কাঁধে একটি ব্যাগও রয়েছে তার।
কথা বলে জানা যায়, তার নাম আবুল কালাম আজাদ। বাড়ি নারায়াণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায়।
আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের দরিদ্র কিছু মানুষের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছেন। তার প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা আক্রমণ ও হুমকির শিকার।
গণভবনের সামনে কেন- জানতে চাইলে বলেন, “আমি গরিব মানুষ। আমাদের কথা কেউ শোনে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছে দিতে চাই। তিনি যদি চান, তাহলে আমিসহ গ্রামের গরিব মানুষরা উপকৃত হব।”
কতদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন- জানতে চাইলে আজাদ বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) যতদিন শুনবেন না, এভাবে দাঁড়িয়ে থাকব। প্রয়োজনে এখানে অনশন করব।”-বিডিনিউজ২৪




Discussion about this post