বিডিলনিউজঃ প্রধানমন্ত্রীর আসন্ন রংপুর সফরের প্রতিবাদে মঙ্গলবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সোমবার বিকালে নগরীর একটি হোটেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু ১৮ দলের পক্ষে এ হরতাল কর্মসূচির ঘোষণা করেন। এ সময় ১৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজের পক্ষে ভোট চাইতে আওয়ামী লীগ সভানেত্রীর মঙ্গলবার পীরগঞ্জ সফরের কথা রয়েছে। আসন্ন দশম সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, পীরগঞ্জে অবস্থানকালে প্রধানমন্ত্রী কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তিনি উপজেলার ফতেপুর গ্রামে প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বাড়িতে অবস্থান করবেন। সেখানে স্বামীর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিরোধী দলের হরতাল তার সফরকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে জেলা প্রশাসক জানান।
Discussion about this post