ডেস্ক রিপের্ট
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে এই ঘটনায় সম্পৃক্ত না থাকায় মামলার এক আসামি সরোয়ার হোসেন মিয়াকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে রায় পড়া শুরু করেন আদালত। ভাষার মাসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় বাংলায় পাঠ করেন হাইকোর্ট।
রায়ের ব্যাপারে আইনজীবীরা জানান, কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন, দুইজনের ১৪ বছর কারাদণ্ড বহাল রেখেছেন।
বাকি একজনকে মামলায় সম্পৃক্ত না থাকায় তাকে খালাস দেয়া হয়েছে। এছাড়াও আদালত সাজাপ্রাপ্ত আসামিদের সাজা খাটা হয়ে গেলে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
Discussion about this post