নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পরে প্রথমবারের মতো প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানে আইনজীবীগণকে অংশগ্রহণ করতে না দেওয়ায় আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে কারণে প্রধান বিচারপতি হিসেবে তার শেষ কার্যদিবস হচ্ছে ১৫ ডিসেম্বর।
তাই তার এই শেষ কার্যদিবসেই অনুষ্ঠিত হবে তার বিদায় অনুষ্ঠান।
সাধারণত প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারকগণের উপস্থিতিতে এবং পাশাপাশি এই বিদায় অনুষ্ঠানে উপিস্থিত থাকেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

কিন্তু স্বাধীনতার পরে প্রথমবারের মতো কোন প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান হবে সুপ্রিম কোর্ট বারের সদস্যদের অনুপস্থিতিতে ।
ইতিমধ্যে সু্প্রিম কোর্ট বারের সম্পাদক, সমিতির সদস্যদের অংশগ্রহণ করতে না দেওয়ায় এটিকে সুপ্রিম কোর্ট বারের সদস্যদের প্রতি অবজ্ঞা সুচক হিসেবে আক্ষায়িত করেছেন। এবং তিনি এর প্রতিবাদে আগামীকাল প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের অবজ্ঞার প্রতিবাদে সকাল ১১ টায় ৩ নং এন এক্স হল রুমে সংবাদ সম্মেলন এর ডাক দিয়েছেন।
এছাড়া মাননীয় প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানে সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করতে না পারায় মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন।
Discussion about this post