বিডিলনিউজঃ আজ মঙ্গলবার বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করছেন ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
বেলা সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়। বিএফইউজে ও ডিইউজে এই সমাবেশের আয়োজন করে।
বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন- বিএফইউজের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সহকারী মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আব্দুস শহিদ প্রমুখ।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে আয়োজিত বিএফইউজের সাংবাদিক সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে সমাবেশ স্থগিত করা হয়।
Discussion about this post