আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বৌতেফিকার রাষ্ট্রীয় কাজে অনুপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে প্রতিবাদকারীরা জাতীয় পতাকা নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল বের করে। রাস্তার পাশে ও বেলকনিতে দাঁড়ানো মানুষেরা তাদের ফুল ছিটিয়ে সংহতি জানায়। নিরাপত্তাবাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করে তবে কোনও হস্তক্ষেপ করেনি।
ছিল দিনটি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভের টানা তৃতীয় শুক্রবার। সরকার তাদের দাবি না মানলে বিক্ষোভের আয়োজক দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। রাজপথের এই বিক্ষোভে সমর্থন দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক ও ট্রেড ইউনিয়ন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে ১৫টি বিরোধী দল ও ৪টি ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির প্রশংসা করা হয়েছে এবং সরকারের অনমনীয়তার নিন্দা জানানো হয়েছে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। কিন্তু ২০১৩ সালে স্ট্রোকের পর জনগণের সামনে প্রকাশ্যে আসছেন না। গত মাসে সুইজারল্যান্ডে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবারের বিক্ষোভের মধ্য দিয়ে আগামী মাসে বৌতেফিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিরোধিতা করা হয়েছে।
Discussion about this post