বিডি ল নিউজঃ

শাহজাহানপুর থানায় নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আসামীপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ গঠনের নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। অবোরধের জন্য বেশিরভাগ আসামী আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।




Discussion about this post