বিডি ল নিউজঃ

ফের ফিল হিউজের মৃত্যুর ঘটনার তদন্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ তবে, এর দায় কারও ঘাড়ে চাপানোর জন্য তদন্ত নয়৷ ভবিষ্যতে ক্রিকেট মাঠে এই ধরণের দুর্ঘটনা এড়াতে কী ধরনে ব্যবস্থা করা যায়, তা ঠিক করতেই এই সিদ্ধান্ত৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড আজ একথা জানান৷ তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে মেলবোর্নের আইনজীবী ডেভিড কার্টেনকে৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে নিউ সাউথওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীনই শন অ্যাবটের বাউন্সার মাথায় লেগে মৃত্যু হয় হিউজের৷
Discussion about this post