বরগুনা সদর উপজেলায় পায়রা নদীর বেরিবাঁধের পাশ থেকে রাজু (২০) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়ির চর গ্রামের বেরিবাঁধ থেকে রাজুর মৃতদেহ উদ্ধার করা হয়। রাজু একই ইউনিয়নের রিকশা চালক শাহজাহান মৃধার ছোট ছেলে। খাদ্যপণ্য প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান ফুয়াং ফুডের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, পুরাকাটা থেকে এক মোটরসাইকেল আরোহী বুড়িরচর যাচ্ছিলেন। পথে বেরিবাঁধের ওপর রক্ত দেখে বাঁধের আশপাশে রাজুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে খবর দিলে পরে তা পুলিশে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সন্ধ্যার পরপরই কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, মৃতদেহের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি বলেও জানিয়েছেন ওসি।




Discussion about this post