
যশোরের বেনাপোল থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ হালিমা খাতুন (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে ওই তরুণীকে মাদকসহ আটক করা হয়।
আটক তরুণী বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের ইসমাইলের মেয়ে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে এক তরুণী ফেনসিডিল নিয়ে যশোরে এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে বেনাপোল বাস কাউন্টারের যাত্রী ছাওনিতে অপেক্ষা করছে। পরে অভিযান চালিয়ে তাকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
Discussion about this post