গাজীপুরে ২শ বোতল ফেনসিডিলসহ বৃহস্পতিবার এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজলের বিরানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন ওরফে আমির (৩৫) ও তার স্ত্রী শাহিনা আক্তার (২৮)। তারা গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকার হাজী মাইন উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান জানান, বিকেল পৌনে ৪টার দিকে আবুল হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আটকদের রুমে তল্লাশি চালিয়ে একটি বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার ও ওই দম্পতিকে আটক করা হয়।




Discussion about this post