সোমবার (৩ আগস্ট) দিনগত রাত ১০টা দিকে সদর উপজেলার কামারগাড়ী রেল ঘুন্টি মোড় আরমানি পয়েন্ট বস্ত্রালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুল মোমিন (২১)। তিনি সদর উপজেলার ছোট কুমড়া গ্রামের সোলেমান প্রামাণিকের ছেলে।
’র্যাব-১২ স্পেশাল কোম্পানি বগুড়া ক্যাম্প’ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ’র্যাব-১২ স্পেশাল কোম্পানি বগুড়া ক্যাম্প’র ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মশিউর রহমান মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যরা ৭৭ বোতল ফেনসিডিলসহ আব্দুল মোমিনকে হাতেনাতে আটক করে। এ সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।




Discussion about this post