<p style="text-align: justify"><a href="https://www.bdlawnews.com/wp-content/uploads/2014/10/ফেনী-bdlawnews.jpg"><img class="alignnone size-full wp-image-20782" src="https://www.bdlawnews.com/wp-content/uploads/2014/10/ফেনী-bdlawnews.jpg" alt="ফেনী" width="248" height="148" /></a>বিডি ল নিউজঃ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের এসএসকে রোডে পিকেটারদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই জন ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। আহতরা হলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল কাদের ও নির্বাহী মেজিস্ট্রেট রাশেদুল ইসলাম। তাদের ফেনী শহরের উপসম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p>
Discussion about this post