ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে পুলিশের ওপর হামলাকারী সন্ত্রাসী এমরান হোসেন সাইফুল (২৮) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় পুলিশ একটি এলজি, ২টি কার্তুজ, ৬টি ছোরা ও ৪টি রামদা উদ্ধার করে।
আজ শনিবার (১৭ মার্চ) ভোরে জিএমহাট ব্রিকস্ ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে সাইফুলের সহযোগী কাজী এমদাদুল হক সোহেল (১৯) ও মো. ইউনুস (২০) গুলিবিদ্ধ হন। এছাড়া সন্ত্রাসীদের হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ফুলগাজী থানার ওসি হুমায়ুন কবীর।
নিহত সাইফুল ছাগলনাইয়ার কাছারী বাজার এলাকার পাঠাননগর গ্রামের মো. কাজী হানিফের ছেলে। তার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসী সাইফুল ও তার লোকজন দীর্ঘদিন ধরে ওই ব্রিকস্ ফিল্ডে চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে ফুলগাজী থানায় অভিযোগ দেয়া হলে শুক্রবার বিকেলে পুলিশ সেখানে যায়। এ সময় সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। এতে আবুল খায়ের (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন।
Discussion about this post