ফেনী প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে একশ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেফতারকৃতারা হলেন- চট্টগ্রামের সদরঘাট থানার বাংলাবাজার এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে মো. আবুল কালাম এবং ফেনীর দাগনভূঞাঁ থানার মো. ওয়াসিম।
শনিবার রাত আড়াইটার দিকে ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মহাসড়কের চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একশ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Discussion about this post