নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর উত্তরায় বৈশাখী (১২) নামে এক গৃহকর্মীর লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভের পর আবার দুই গৃহকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টায় লাশ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতরা হলেন, হালিমা (১৪) ও রুবি (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, উত্তরার একটি ৬তলা ভবনের ৬ তলার গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় দুই গৃহকর্মী কাজ করতেন।
তপন চন্দ্র বলেন, বাসার সিসি ক্যামেরায় রাত সাড়ে ৩ টার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে যেতে দেখা যায়। পরে পাশের একতলা ছাদ থেকে দু’জনকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তপন।।
তিনি আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গেছে তারা ছাদে গেছেন। ছাদ থেকে তারা লাফ দিয়েছেন নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের হাত ও পা ভাঙা ছিল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে বৈশাখী (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৈশাখীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন ওই বাসায় ছুটে আসেন। মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এলাকার লোকজনও তাদের সঙ্গে যোগ দেয়, বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে ওই ভবনের নিচতলা থেকে সাইকেল ও আসবাব নিয়ে আগুনে দেয়া হয়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা গেলেও সেখানে তাদের ঢুকতে দেয়নি বিক্ষোভকারীরা।
Discussion about this post