নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়া থেকে আসা ইয়াবার ন্যায় ক্ষতিকারক ১৬শ কেজি ‘এনপিএস’ (নিউ সাইকোট্রফিক সাবস্টেনসেস) জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ব্যাপারে আজ মঙ্গলবার সকাল ১১টায় মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
চালানটি গত রোববার বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে আসে। সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াড ওই চালানটি আটক করে। সোমবার সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াড ‘এনপিএস’ চালানটি জব্দ করেছে।
গত ৩১ আগস্ট প্রথম এনপিএসের অস্তিত্ব মেলে। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মাদ ইউসুফ নামে এক ব্যক্তি ঢাকায় একটি চালান পাঠান। এ দেশে নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি পাঠানো হয়। চালানটি কয়েকদিন আগে ইথিওপিয়া থেকে কয়েকটি দেশ ঘুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
Discussion about this post