বিডিলনিউজ: ফেলানি হত্যার বিচারের মাধ্যমে সীমান্তে হত্যা নির্মূল হবে। জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সফল হয়নি। হরতাল, কর্মবিরতি বা ধর্মঘট যা-ই হোক না কেন, ব্যক্তিগত কারণে ডাকলে তা সফল হয় না। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ম্যাস রেসকিউ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্ব^রাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। কোস্টগার্ড মহাপরিচালক কাজী সরওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশনের চেয়ারম্যান মাইকেল ব্লাস্টটো, নৌ-বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যাকা- কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য ফেলানি হত্যার পরপরই বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কাছে ফেলানি হত্যার বিচার দাবি করা হয়। সেই দাবির প্রেক্ষিতেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ফেলানি হত্যার বিচার শুরু করেছে।
Discussion about this post