বিবিসি বলছে, স্যুটকেসটি মাস খানেকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।
কিন্তু পরিত্যক্ত এই স্যুটকেসটির মালিকানা কেউ দাবি না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নিয়ে যায় এবং স্টেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্যুটকেসটি খোলা হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন স্টেশনকর্মী সাংবাদিকদের বলেন, “স্যুটকেসটি খোলার পরই অস্বাভাবিক গন্ধ বের হয় এবং আমরা চুল দেখতে পাই।”
তিনি আরো জানান, স্যুটকেসের ভেতরে ৭০ থেকে ৯০ বছর বয়সী একজন বৃদ্ধার লাশ পাওয়া যায় যার উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি।
হলুদ রঙের ওই স্যুটকেসটি দৈর্ঘ্যে প্রায় ৭০ সেন্টিমিটার ও প্রস্থে ৫০ সেন্টিমিটার এবং এর গভীরতা ২৫ সেন্টিমিটার।
পুলিশের বরাতে জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, জেআর ট্রেন স্টেশনে স্যুটকেসটি একটি খোলা লকার থেকে ২৬ এপ্রিল সরিয়ে হারিয়ে যাওয়া মালামাল সংরক্ষণ এলাকায় নিয়ে রাখা হয়।
এরপর রোববার স্যুটকেসটি খোলার আগ পর্যন্ত সেখানেই ছিল।
পুলিশ জানিয়েছে, লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারা এ ব্যাপারে তদন্ত চালাছে।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কে এটি রেখে গেছে তা বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।




Discussion about this post