ফেসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে পাঠিয়েছে ফরিদপুর আদালত। জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই আবেদনের ওপর শুনানি হবে কাল।
গোয়েন্দা পুলিশ রোববার রাতে ঢাকা থেকে আটক করে তাকে । ফেসবুকে লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুন্নের অভিযোগে রোববার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেন ফরিদপুর পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন কুমার পাল। প্রবীর সিকদার উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি এর আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছিলেন।
Discussion about this post