ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিরোধের জের ধরে নগরীর সরকারি কলেজিয়েট স্কুল ও সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদরঘাট থানার ওসি মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেসবুক নিয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে ছোটখাট মারামারির ঘটনা ঘটেছে। পরে আমরা গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। বড় কিছু হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সরকারি মুসলিম হাই স্কুলের কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী কলেজিয়েট স্কুলের সামনে গিয়ে কয়েকজন ছাত্রকে অতর্কিত মারধর করতে থাকে। এসময় কলেজিয়েট স্কুল থেকে বের হয়ে অন্য শিক্ষার্থীরা মুসলিম হাই স্কুলের ছাত্রদের ধাওয়া করে নয়জনকে ধরে ফেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে স্কুলে আনে। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় তুলে দেওয়া হয়।




Discussion about this post