
নিউইয়র্ক: ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা ১০০ সবচেয়ে ধনী ক্রীড়াবিদের মধ্যে অন্যতম ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র তিনিই এই তালিকায় রয়েছেন। তালিকার শীর্ষস্থানে আগেরবার মতো এবারও রয়েছেন আমেরিকান বক্সার ফ্লোয়েড মেওয়েদার। এছাড়াও ফোর্বস তালিকায় নাম রয়েছে গল্ফার টাইগার উডস, টেনিস তারকা রজার ফেডেরার, পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো খেলোয়াড়দের।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের যে ১০০ জনের তালিকা ফোর্বস প্রকাশ করেছে সেখানে ২৩ তম স্থানে রয়েছেন ধোনি। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত ধোনির মোট আয় তিন কোটি দশ লক্ষ টাকা। ফোর্বস তালিকায় গত বছরের থেকে এক ধাপ নিচে নেমে গিয়েছেন ধোনি।
৩৩ বছরের ধোনি গত বছর ভারতের টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে সীমিত ওভারের খেলায় তিনিই অধিনায়ক। ফোর্বস জানিয়েছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারত সেমিফাইনালে পৌঁছয়। গত মে মাসে তাঁর নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস আইপিএলের ফাইনালে উঠেছিল।”এবিপি আনন্দ




Discussion about this post