একে.এম নাজিম, হাটহাজারী প্রতিনিধি, বিডি ল নিউজঃ
ফ্রান্সের প্যারিসে বিতর্কিত শার্লী এবদো ম্যাগাজিনে আবারো মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ (সা.)এর বিরুদ্ধে বিদ্রুপাত্মক কার্টূন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল (২৬ জানুয়ারী রবিবার) সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে হেফাজত আমীর বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্রান্সের বিতর্কিত এই পত্রিকাটি বাক স্বাধীনতার অপব্যবহার করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে। পত্রিকাটি একের পর এক রাসূল (সা.)এর বিরুদ্ধে বিদ্রুপাত্মক কার্টুন ছেপে বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। বাকস্বাধীনতার মিথ্যা ব্যাখ্যা দিয়ে এভাবে মহানবী হযরত রাসূল (সা.)এর কার্টুন ছেপে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনোক্রমেই মেনে নেয়া যায় না।
বিনা কারণে যে কোন ব্যক্তি বিশেষকে গাল-মন্দ করা বা অনুভূতিতে আঘাত করা যেমন গ্রহণযোগ্য নয়, মানহানীর পর্যায়ে বিচারের আওতায় আসে, তেমনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিদ্বেষ ছড়ানোও কোন যুক্তিতেই সমর্থনযোগ্য হতে পারে না। এমনকি, খ্রীস্টান সম্প্রদায়ের পোপ পর্যন্ত ফ্রান্সের পত্রিকাটির ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করেছেন।
তিনি আরো বলেন, ইচ্ছাকৃতভাবে পত্রিকাটি মুসলমানদের মনে ক্রোধ ও হিংসার আগুন জ্বালানোর চেষ্টা করছে। কারণ, ইসলামের নবীর অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। বারংবার রাসূল অবমাননার এমন ঘটনায় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের পাশাপাশি এর বিরুদ্ধ তীব্র ক্ষোভ তৈরী হচ্ছে। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শার্লী এবদো আসলে কি করতে চায়? তারা কি মূলতঃ মুসলমানের ঈমানে আঘাত করে পরখ করতে চাইছেন, মুসলমানরা কতটা প্রতিক্রিয়া দেখিয়ে থাকে? বিবৃতিতে এ ধরণের জঘ্যন ও ক্ষতিকর খেলা বন্ধ করার জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান হেফাজত আমীর।
বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী ফ্রান্সের বিতর্কিত শার্লী এবদো ম্যাগাজিনের ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সংসদে প্রস্তাব উত্থাপন এবং এর তীব্র নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত দেশ। মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভূতির প্রতি সযতœ দৃষ্টি রাখার দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না।
অপর এক বিবৃতিতে হেফাজত আমীর কোন কোন মিডিয়ায় আব্দুল লতিফ সিদ্দিকিকে প্যারোলে মুক্তি দেওয়ার উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, মুরতাদ লতিফ পবিত্র হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে জঘন্য কটূক্তি করায় তার কঠোর শাস্তি নিশ্চিত করা এদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবী।
কিন্তু এখন দেখা যাচ্ছে, মুরতাদ লতিফের শাস্তি নিশ্চিত করা তো দূরের কথা, শোনা যাচ্ছে তাকে কৌশলে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বাস্তবিকই যদি এমন কোন উদ্যোগ নেওয়া হয়, তবে এদেশের মুসলমানদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। এভাবে মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভূতি ও ঈমান নিয়ে খেলা না করতে তিনি সতর্ক করে দেন।
তিনি বলেন, আমরা সরকারের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি, কোটি কোটি মুসলমানের প্রাণের দাবী ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে অবিলম্বে মৃত্যুদন্ডের বিধান রেখে কঠোর আইন পাশ করুন এবং মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকিকে সেই আইনের আওয়াত সর্বোচ্চ শাস্তি দিয়ে তৌহিদী জনতার ঈমানী দাবীকে দ্রুত বাস্তবায়ন করুন।
Discussion about this post