আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেম ক্যাফেতে ব্যাপক গোলাগুলি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, প্রাথমিকভাবে ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে চার জন নিহত হয়েছেন। আর জ্যাকসনভ্যাইলের পুলিশ বলছে, এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার জ্যাকসনভ্যাইলের একটি রেস্টুরেন্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।
রয়টার্স ও মেট্রোসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে প্রকাশ, জ্যাকসনভ্যাইলের একটি ক্যাফে থেকে এক ভিডিও গেম টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল একটি ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে। এসময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে।
এক বিবৃতিতে জ্যাকসনভিল শেরিফ অফিস জানায়, ‘ঘটনাস্থলে বেশ কয়েক জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে নিউজ৪জ্যাক্সসহ বেশ কিছু স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ‘১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে মারা গেছেন চার জন।’
ঘটনাস্থলের আশপাশ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে জ্যাকসনভিল শেরিফ অফিস এক টুইটার পোস্টে বলছে, ‘এলাকাটি নিরাপদ নয়। সন্দেহজনক হামলাকারীদের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে দ্বিতীয় কোনও সন্দেহভাজন আছে কিনা, তা বোঝা যাচ্ছে না।’
Discussion about this post