বিডি ল নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পিনেলাস জেলার ওল্ডসমার এলাকাইয় মায়ের শিরশ্ছেদ করেছে ক্রিস্টিয়ান গোমেজ (২৩) নামে এক পাষণ্ড ছেলে। বুধবার রাতে তার মাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে গোমেজ। পুলিশ গোমেজকে আটক করেছে পুলিশ। খবর বিবিসি।
কর্মকর্তারা জানান, গোমেজ তার মাকে হত্যার পর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। পুলিশের কাছে সে স্বীকার করেছে যে, দুই দিন ধরে সে তার মাকে হত্যার পরিকল্পনা করছিল। পরে পুলিশ যেয়ে বাড়ির বাইরে থেকে মারিয়া সুয়ারেজ নামের ওই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গোমেজের বড় ভাই ফোন করে পুলিশের সাহায্য চান। তিনি পুলিশের কাছে বলেন যে, গোমেজ তার মাকে হত্যা করেছে।
খবরে বলা হয়েছে, বড় ভাইয়ের প্রতি মায়ের অতিরিক্ত মনোযোগের কারণে ক্ষিপ্ত ছিল গোমেজ। তাছাড়া এর আগে তার সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা করা হয়েছে।
Discussion about this post