বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলিতে’ ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও আফজাল হোসেন (৫৫) নামে দুই সন্ত্রাসী মারা গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি)উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে, ধনেশ গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল।
পুলিশের দাবি, নিহতদের মধ্যে ধনেশ পেশাদার ডাকাত এবং আফজাল পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দুদল সন্ত্রাসীর গোলাগুলি চলছে। এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যান।
সেখানে ধনেশ ও আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




Discussion about this post