বিডি ল নিউজঃ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া শহরের কাটনারপাড়া করনেশন স্কুলের পাশে নির্মাণাধীন ভবন থেকে একটি ম্যাগজিন, বিদেশী পিস্তলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন শহরের মাটিডালি এলাকার এমরান (২৬), হিরোন (২৫) ও শাকিল (২৮)।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, করনেশন স্কুলের পাশে নির্মাণাধীন ভবনে একটি বিদেশী পিস্তল নিয়ে তিন যুবক সমাবেত হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অস্ত্র আইনে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post