বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পুরনো জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের শীর্ষস্থানীয় দুই নেতাসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, তিনটি চাকু ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এসব তথ্য জানিয়ে বলেন, সদুপুরে জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত বলবেন।
Discussion about this post