বিডি ল নিউজঃ
বগুড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০১জনকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান চলে । অভিযানে বগুড়া সদর থানায় ৩৫, সোনাতলায় ৩, গাবতলীতে ১৩, সারিয়াকান্দিতে ২, ধুনটে ৮, শেরপুরে ৭ নন্দীগ্রামে ১, আদমদীঘিতে ৫ দুপচাঁচিয়ায় ৬, কাহালুতে ৫, শাজাহানপুরে ৬, শিবগঞ্জে ৬ ও গোয়েন্দা পুলিশ ৪জনকে গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলা, আদালতের গ্রেফতারি পরোয়ানা, ছিনতাইাকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, জেলার ১২টি থানা, গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন ফাঁড়ির পুলিশ সদস্যরা বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়।
Discussion about this post