বগুড়া প্রতিনিধি: বগুড়ার মাটিডালি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি বার্মিজ ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নামে পাঁচটি অস্ত্র মামলাসহ ১১ মামলা রয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আপন (৩৫)। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়ে পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি আছেন।
জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, রাতে মাটিডালি চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আপনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post