বগুড়া প্রতিনিধি: চাঁন মিয়া মন্ডল
১৭/০৬/২০২১ ইং তারিখে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচারের নিমিত্তে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্প তার গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, বগুড়া সরকারী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বগুড়া অঞ্চলের জনগণ উন্নত চিকিৎসার জন্য এসে থাকে।
এখানে এক শ্রেনীর দালাল চক্র মেডিকেল কলেজের ভিতরে ও বাহিরে ওৎ পেতে থাকে যেন তারা নিরীহ মানুষকে প্রতারিক করতে পারে। তারা রোগীদের অতিরিক্ত টেষ্ট ও বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়াসহ প্রতারিত করে এবং দালালি করে সরকারী হাসপাতালে সেবা গ্রহণ থেকে বিরত রাখে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তাদেরকে নিয়ে যায়।

এ তথ্যের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে অদ্য ১৭ মে ২০২১ তারিখ ১১৩০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
উক্ত ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাছিম রেজা। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা ভংগের অপরাধে ১। মোঃ রিপন (৩০), পিতা-মোঃ হাকিম, সাং- সাবরুল, ২। মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ ইউফুস সরদার, ৩। শ্রী ভুলু সরকার (৩৮), পিতা-শ্রী অজিত সরকার, সাং-ঠনঠনিয়া, ৪। মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা-মৃত সবেত আলী, সাং-হুমকাপুর, সর্ব থানা ও জেলা-বগুড়া,
৫। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মোঃ আঃ কাদের, সাং-তেলিকাটা, ৬। শ্রী রতিশ চন্দ্র রায় (৪০), পিতা-মৃত রাখাল চন্দ্র রায়, সাং-ময়নাতলা, উভয় থানা-গাবতলী, জেলা-বগুড়া, ৭। মোঃ সাইফুল ইসলাম (৫৭), পিতা-মৃত কফিল উদ্দিন ফকির, সাং- বেতগাড়ী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদের প্রত্যেককে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ৮। মোছা রুমা বেগম (৩৫),পিতা-মোঃ আজিজার রহমান, সাং-গন্ডগ্রাম, থানা-শাজাহানপুরকে ৫০,০০০/- টাকা,
৯। মোঃ আনিছুর রহমান (৪০), পিতা-আঃ হান্নান সরকার, সাং-চকলোকমান, থানা-বগুড়া সদরকে ৫০০০/-টাকা, ১০। মোঃ আমিনুল ইসলাম আমিন (৩৯), পিতা-মৃত রমজান আলী, সাং- ঠনঠনিয়া, থানা-বগুড়া সদরকে ৫০০০/-টাকা, ১১। মোঃ রুবেল শেখ (৪০), পিতা-মোঃ সিদ্দিক শেখ, সাং- চক সুত্রাপুর, থানা-বগুড়া সদরকে ৫০০০/-টাকা, ১২। মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা-মোঃ সাদেক আলী, সাং- শাখারিয়া, থানা- বগুড়া সদরকে ৫০০০/-টাকা,

১৩। মোঃ সাত্তার প্রামানিক(২৬), পিতা- মোঃ কামাল প্রামানিক, সাং-হাড়িগাড়ী, থানা-বগুড়া সদরকে ৫০০০/-টাকা, ১৪। মোঃ বেলাল হোসেন (৫০), পিতা-মৃত গফুর শেখ, সাং-নরোইল, থানা-বগুড়া সদর, সর্ব জেলা-বগুড়াকে ৫০০০/-টাকাসহ সর্বমোট ৮০,০০০/- টাকা অর্থদন্ডপুর্বক মুক্তি প্রদান করেন।
এ অভিযানের ফলে সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে দালালের উগ্রদ্রব কমে যাবে এবং জনগন নির্বিগ্নে সরকারী হাসপাতালে উন্নত মানের সেবা পাবে বলে আশাবাদী্।
Discussion about this post