বগুড়া প্রতিনিধিঃ-
আজ বৃহঃস্পতিবার (৫ নভেম্বর) ২০২০ ইং বিকাল ৩ ঘটিকার সময় গওহর আলী বার ভবন ( ২য় তলা) হলরুমে রাজশাহী ইউনির্ভাসিটি ল’ এলামনাই এসোসংয়েশন ( রুলা ) বগুড়া জেলা ইউনিট আয়োজিত সংগঠনের সহ-সভাপতি এ্যাডঃটি, এম, মতিন এর সভাপতিত্বে বগুড়া রুলার সভাপতি মরহুম এ্যাড.ড.শাজাহান আলী তালুকদার সাবেক এম,পি”মহামারি করোনা ভাইরাস আক্রান্ত হইয়া মূত্যুবরণ করায় দোয়া মাহফিল ও মেম্বর ডাইরেকটরীর মোড়ক উম্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন রুলা”র সাধারন সম্পাদক এ্যাডঃ আরাফাত খাতুনে জান্নাত নীলা ও কন্ভেনর,, মেম্ববর’স ডাইরেকটরী পাবলিষ্ট কমিটি রুলা উপস্থাপন করেন–সাংগাঠনিক সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান আতিক।
উক্ত দোয়া মাহফিল ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুলা”র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এ্যাডঃ টি এম আব্দুল মতিন,,এ্যাডঃ কাজী নজরুল ইসলাম, এ্যাডঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ মোঃ মনতেজার রহমান মন্টু,,এ্যাডঃ নাজমুল হুদা পবন, এ্যাডঃ ফজলুল হক সবুজ, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন রুলা”র যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল প্রিন্স,নির্বাহী সদস্য ও বগুড়া আইন কলেজের প্রভাষক এ্যাডঃসরকার হুমায়ন কবির প্রমূখ।
Discussion about this post