বগুড়া প্রতিনিধিঃ
গতকাল ১৭ নভেম্বর, মংগলবার সন্ধায় মতিয়র রহমান বার ভবনে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বংগবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, সাবেক জেলা সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে “”ফারুক–তবি””পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বংগবন্ধু আওয়ামী আইজীবী পরিষদের নেতা সাবেক বগুড়া জেলা আইনজীবী সভাপতি ও বর্তমান পি,পি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ আব্দুল মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–স্পেশাল পিপিদ্বয় এ্যাডঃ আমান উল্যাহ আমান ও এ্যাডঃ আশেকুর রহমান সুজন,, সাবেক স্পেশাল পিপি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু,, সাবেক ছাএনেতা এ্যাডঃ জাকির হোসেন নবাব,, এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল প্রমূখ।
বক্তারা বগুড়া বারের সার্বিক উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণের জন্য ফারুক –তবি পরিষদের সকলকে নির্বাচিত করার আহবান করে বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন–বংগবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও বর্তমান স্পেশাল পিপি বিজ্ঞ আইনজীবী এ্যাডঃ নরেশ মূখাজ্জী।
বগুড়া প্রতিনিধিঃ-
মো:চাঁন মিয়া মন্ডল
Chanllb@01717.com
01717521722
Discussion about this post