বগুড়া প্রতিনিধিঃ-
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২:৩০ ঘটিকায় গওহর আলী বার ভবনের (নীচ তলা) বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতি”র আসন্ন নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়ার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতা ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সাবেক পৌর চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র এ্যাডঃ রেজাউল করিম মন্টু এর সভাপত্বিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারের করোনা কালীন সময় সহ সকল আইনজীবীদের মৃত্যুর প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন,, আসন্ন নির্বাচনে দলীয় প্যানেল”কে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে যোগ্যদের দ্বারা সুন্দর একটি প্যানেল দিতে হবে আর যোগ্যনেতাদের মাধ্যামে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে জোর দাবী জানান।

উক্ত সভায় বক্তব্য রাখেন–এ্যাডঃ মকবুল হোসেন (অতিঃ পিপি), এ্যাডঃ মোন্তেজার রহমান মন্টু( সাবেক স্পেশাল পিপি), এ্যাডঃ ফজলুল হক সবুজ( অতিঃ পিপি), বীর মুক্তিযুদ্ধা এ্যাডঃ তোজাম্মেল হোসেন,,এ্যাডঃ আব্দুল কাদের মজনু (এ,পি,পি), সহ প্রমূখ।
উপস্থিত ছিলেন বগুড়া বারের এ্যাডভোকেটদ্বয় যথাক্রমে—-অতিঃ পিপিদ্বয়–নাফরু,,প্রিন্স,,সোহাগ, রাজিব( এপিপি), পিন্টু, রশিদ, পলাশ, সুমন,, টুম্পা, সানোয়ার সহ প্রমূখ বিজ্ঞ আইনজীবীগন।
উক্ত সভার শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন–এ্যাডঃ তবিবর রহমান তবি। আরো বক্তব্য রাখেন বগুড়া বার সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লুৎফে গালিব আল জাহিদ ।
মোঃ চাঁন মিয়া মন্ডল ,বগুড়া জেলা প্রতিনিধি
Discussion about this post