
সমিতির নির্বাচন-২০২১ তারিখ: ২৭শে নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার সময় সকাল ০৭ টা হইতে দুপুর ০১ টা পর্যন্ত। স্থান: গওহর আলী এ্যাডভােল্টে বার ভবন, বগুড়া। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল{ প্যানেল পরিচিতি কার্যনির্বাহী পদের নাম । প্রার্থীর নাম ব্যালট ক্রমিক নং। সভাপতি মােঃ শফিকুল ইসলাম (টুকু)। ০২ সহ-সভাপতি মােঃ মাসকি রহমান তালুলার (রুবেল)০২ সহ-সভাপতি মােঃ মাহবুব আলম (বাবলা)।
সাধারণ সম্পাদক মােঃ রফিকুল ইসলাম (১) যুগ্ম সম্পাদক মােঃ মাহফুজার রহমান (মাসুদ) যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল হক। লাইব্রেরী ও সমাজ ল্যাণ সম্পাদক | মােছ: মাহবুবা খাতুন (দুখী)। ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক || মােঃ সানাউল সায়েম (সুমন) সদস্য। মােঃ আব্দুল জলিল আখন্দ সদস্য মােঃ জহুরুল ইসলাম (জিয়া) সদস্য মােঃ মিজানুর রহমান সদস্য। মােঃ মাসুদ রানা।

সদস্য মােছা: শিপন খাতুন আইনের শাসন, গণতন্ত্র নিরপেক্ষ স্বাধীন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, বেনাভোলেন্ট ফান্ড বৃদ্ধি আইন পেশার উন্নয়ন এবং আইনজীবী উন্নয়ণ মুলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
উক্ত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ মোঃ আলী আজগর,, উপস্হিত ও বক্তব্য রাখেন এ্যাডঃ আফতাব উদ্দিন,, এ্যাডঃ ফজলুল বারী ইন্টু,,এ্যাডঃ মোকলেছার রহমান,, এ্যাডঃ আব্দুল বাছেদ,, এ্যাডঃ আতিয়ার রহমান সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন এ্যাডঃ মোজাম্মেল হক।
Discussion about this post