নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে দেশের উচ্চ আদালতের সাত দিনের অবকাশকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।সোমবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর পর আজ ভার্চুয়ালি এই সভাটি অনুষ্ঠিত হয়।সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা জানান, এবারের ফুল কোর্ট সভায় আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল কোর্টের লজিস্টিক বিষয়সহ বিবিধ আলোচনা হয়।
Discussion about this post