বিডি ল নিউজঃ শুক্রবার ভোরে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ২৯ মাঝি-মাল্লা নিয়ে ‘এফভি বন্ধন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের মধ্যে ১ জনের মৃতদেহ ও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন।
জানা গেছে, শুক্রবার ভোরে কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফভি ‘বন্ধন’ নামের একটি মাছ ধরার ট্রলার (ফিশিং ভেসেল) ২৯ জন মাঝিমাল্লাসহ ডুবে যায়।
এফভি বন্ধনের মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিনের ভাষ্য, ভোরে গভীর সমুদ্রে মাছ ধরছিল ‘এফভি বন্ধন’। এসময় বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজ খুব কাছে চলে এলে ট্রলার ঘুরিয়ে পাশ কাটানো সম্ভব ছিল না। এ কারণে বিভিন্নভাবে বসুন্ধরা-৮ জাহাজটিকে সতর্ক সিগন্যাল দিলেও জাহাজটি ট্রলারটিকে ধাক্কা মেরে চলে যায়।
তবে বসুন্ধরা-৮ জাহাজের কর্মকর্তারা ট্রলারটিকে ধাক্কা মারার বিষয়টি নৌবাহিনীর কাছে অস্বীকার করেছে বলে জানা গেছে।
Discussion about this post