আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে মিনা মঙ্গল নামের ওই নারী সাংবাদিককে উপর্যপুরি গুলি করে হত্যা করা হয়। খবর- দ্য গার্ডিয়ানের।
নিহত মিনা মঙ্গল আফগানিস্তানের একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও সংসদের উপদেষ্টা।
গার্ডিয়ানের খবরে বলা হয়, কিছুদিন ধরে হত্যার হুমকি পেয়ে কিছুটা শঙ্কিত ছিল মিনা। তবে তার সঙ্গে কারো কোনো শত্রু তা ছিল কি না; সেই ব্যাপারে কিছু জানাতে পারেনি তার পরিবার।
মিনার পরিবার জানায়, সকালে মিনা অফিসে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ে মিনার ওপর হামলা চালায় দুই সন্ত্রাসী।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নসরত রহিমি বলেন, ধারণা করা হচ্ছে-মোটরসাইকেলে এসে দুইজন বন্দুকধারী মিনার ওপর এই হামলা চালায়। তবে পুলিশ সূত্র জানায়- হামলাকারীর সংখ্যা দুইজনের বেশি ছিল। হামলা করার আগে বাজারের ভিড়ের মধ্যে মিনার ওপর নজরদারি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে অনেক মানুষের ভিড়ের মধ্যে মুখঢাকা দুই যুবক মোটরসাইকেলে করে এসে আচমকাই গুলি চালায়। এতে গুলির শব্দ শুনে সবাই ভয়ে ছুটে পালাতে শুরু করে। এরপর মানুষের ভিড় কমে গেলে মিনার দিকে ছুটে গিয়ে গুলি করে বন্দুকধারীরা।
১২ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতায় জড়িত মিনা। এছাড়া আরিয়ানা টিভি; সামশাদ টিভিসহ একাধিক চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেন মিনা মঙ্গল। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। এছাড়া নানারকম সমাজসেবামূলক কাজের সাথেও জড়িত ছিলেন এই আফগান সাংবাদিক। দেশটির নারী অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি করতেন মিনা।
Discussion about this post