মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, আব্দুল মালেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এসময় র্যাবের এ এস আই মোর্শেদ ও নায়েক লোকমান আহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১১’র কোম্পানী কমান্ডার মোহিতুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় তাদের টহল টিমের সাথে একদল মাদক ব্যবসায়ীর ১৫ মিনিট ব্যাপী বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আব্দুল মালেকের মৃতদেহ উদ্ধার করে র্যাব।
তিনি জানান, নিহত আব্দুল মালেকের বাড়ি সদরের দক্ষিন ইসলামপুর এলাকায়। তার নামে ১১টি মাদক মামলা রয়েছে। মালেকের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Discussion about this post