ডেস্ক রিপোর্ট: দেশের দুই জেলায় পৃথক বন্দুকযুদ্ধে দুইজন মাদককারবারি সিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে সিরাজগঞ্জের রায়পুরে দুই দল মাদক কারবারীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মোহন শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ী ও মাদারীপুরের কালকিনিতে র্যাবের বন্দুকযুদ্ধে জহির উদ্দিন জোক্কা (৪২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়পুরে দুই দল মাদক কারবারীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মোহন শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে শহরের মাহমুদপুর মহল্লার হায়াত আলীর ছেলে।
মঙ্গলবার ভোর রাতে রায়পুর স্টেশন এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসা নিয়ে নুরুল ইসলাম ওরফে মোহন শেখের সঙ্গে এলাকায় অপর আরেকটি মাদক ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মঙ্গলবার ভোর রাতে রায়পুর স্টেশন এলাকায় তাদের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে মোহন শেখ প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহির উদ্দিন জোক্কা (৪২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত জহির কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরকাঝিকান্দি গ্রামের সোবহান খানের ছেলে। তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি, বরিশালের গৈরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।

র্যাব-৮ জানায়, দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে কালকিনি উপজেলার রমজানপুরে অভিযানে যায় র্যাব-৮ এর সদস্যরা। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এঘটনায় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জহিরুল নামে একজনের মরদেহ উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, সোমবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে কালকিনির চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে কালকিনি থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি বহুবার মাদক মামলায় জেল খেটেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ/কে




Discussion about this post