বিডি ল নিউজঃ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার ৮৭ নম্বর বাসায় ওয়ালি উল্লাহ ভুইয়া কালু (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে তারই এক বন্ধু। মুন্না (৪০) নামের ঐ বন্ধুকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। কালু চাঁদপুর সদর উপজেলার কল্যাণদি গ্রামের আমির হোসেন ভুইয়ার ছেলে। কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে ঢাকা বাণিজ্যালয়ে নামে তার কাঁচামালের আড়ত আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাইরে থেকে দরজার ছিটখানি বন্ধ। দরজা খুলে দেখি মৃত ব্যক্তি পড়ে আছে এবং মুন্নাও ভেতরে। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সে কালুর কাছে দুই লাখ টাকা পেত। বারবার চাওয়া সত্ত্বেও না দেওয়ায় তাকে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও পেটে আঘাত করে তাকে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক মুন্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post