নাশকতার দুই মামলায় গাজীপুরের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মাসুদ রানা জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর টঙ্গী ও কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা নাশকতার দুই মামলায় রোববার আদালত মেয়র মান্নানকে জামিন দেন।
তিনি জানান, পুলিশ এ পযন্ত তাকে মোট ১৭টি মামলায় আটক দেখিয়েছে। এর মধ্যে আগে তিনি ১৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রোববার বাকি দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আইনী কোনো বাধা নেই।
সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এম এ মান্নানকে তার রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি বারডেমে চিকিৎসাধীন।




Discussion about this post