বিডি ল নিউজঃ বরযাত্রীদের পুরী দিতে দেরি হওয়ায়, রাগে রাঁধুনিকেই খুন করে বসল বরের ভাই। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার কিশোরপুরা এলাকায়। ঘটনার বারো ঘন্টা বাদে, খুন হয়ে যাওয়া রাঁধুনির দেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার সময় বিয়ের আসরে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, খুনের দায়ে অভিযুক্তের কাছে বরপক্ষেরই বেশ কিছু লোক বারবার গিয়ে অনুযোগ জানাতে থাকে, তারা সময়মতো এবং পরিমাণ মতো পুরী পাচ্ছে না। তারপরই তিনি বিরক্ত হয়ে ৬৫ বছর বয়সি সুভাষ চন্দ্র জৈনের ওপর হামলা চালান। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সুভাষ চন্দ্রের গায়ে, গলায় বুকে এবং শরীরের অন্যান্য অংশে গভীর ক্ষত চিহ্নের দাগ ছিল।
পুলিশের কাছে গোটা ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত সুভাষ চন্দ্রের স্ত্রী। উমার ঘোষি নামের এক ব্যক্তির বিরুদ্ধে সুভাষের স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তের পরে জানতে পারে, উমারই সুভাষ চন্দ্রের হত্যাকারী।
পুলিশ উমারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে এবং যে অস্ত্র দিয়ে সুভাষের ওপর হামলা চালানো হয়েছে, সেই অস্ত্রও এখন পুলিশের হেফাজতে।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post