বরিশাল প্রতিনিধি: অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগে সকাল এগারোটার দিকে জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন।
দুপুর বারোটার দিকে নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার।
সকাল থেকে বিএনপি বরিশালের বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছে। এজেন্টদের মারধর, কেন্দ্রে অবস্থান করতে না দেয়া, ব্যালট ছিনিয়ে নেয়াসহ নানা অভিযোগ আসে ক্ষমতাসীনদের বিরুদ্ধে।
ইসলামী আন্দোলনের ভোট বর্জন: অনিয়ম, কারচুপি জালভোটের অভিযোগে ভোট বর্জন করেছে ইসলামী আন্দোলন। বেলা সাড়ে এগারোটার দিকে সংগঠনটির মহানগর কার্যালয়ে দলীয় নেতারা ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে জাল ভোটের অভিযোগে যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। সেখান থেকে ভোট বর্জনের ঘোষণা আসতে পারে।
এদিকে বরিশাল নগরীর রুপাতলীর জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখা যায়, কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারছেন নৌকার সমর্থকরা। সকাল থেকেই ভোটারা অভিযোগ করছেন, কেন্দ্রে গেলেও তারা ভোট দিতে পারছেন না।
কাউন্সিল প্রার্থীর ব্যালট সরবরাহ করলেও মেয়র প্রার্থীর ব্যালট দেয়া হচ্ছেনা। বাইরে ভোটাররা দীর্ঘ লাইন ধরে আছেন। কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, বুথে প্রবেশ করে হাতে কালি লাগিয়ে ব্যালট সংগ্রহ করেছেন। কিন্তু নৌকার সমর্থকরা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান।
বাসদের মেয়র প্রার্থী মনিষা চক্রবর্তী লাঞ্ছিত: বরিশালে কাউন্সিলর পদে কিছু ভোট হলেও মেয়র পদের ব্যালট দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জাল ভোটের প্রতিবাদ করায় বাসদের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তীর উপর হামলা করা হয়েছে। বাসদ জেলা সভাপতি জানান, রিটার্নিং অফিসারের সামনে এ ঘটনা ঘটলেও কোন এ্যাকশনে তিনি যাননি ।
জেলা বাসদ সভাপতি ইমরুল হাকিম রুমন জানান, পৌনে ১০টার দিকে তারা তাদের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তীসহ সদর গার্লস কেন্দ্রে জান। সেখানে তারা জানতে পারেন মেয়র ব্যালট বাদে অন্য ব্যালট দেয়া হচ্ছে। প্রার্থী ভিতরে গিয়ে দেখেন মেয়র ব্যালটে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে সিল মারছে। তিনি সাথে সাথে রিটার্নিং অফিসারকে সংবাদ দেন।
রিটার্নিং অফিসার দ্রুত চলে আসেন। এসময় তার সামনেই বাক বিতন্ডার এক পর্যায়ে আওয়ামী লীগের দুই কর্মী মনিষাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। বাসদ সভাপতি এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে একাধিকবার মোবাইল ফোনে অভিযোগ জানানোর চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এ/কে
Discussion about this post